পাঁচবিবিতে দুগ্ধ খামারীদের নিয়ে কৃত্তিম প্রজনন সম্প্রসারণ বিষয়ে ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঁচবিবিতে দুগ্ধ খামারীদের নিয়ে কৃত্তিম প্রজনন সম্প্রসারণ বিষয়ে ৩দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রাণি সম্পদ কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ভেটেরিনারী সার্জন ডাঃ হাসান আলী বাছাইকৃত দুগ্ধ খামারীকে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের সহকারী পরিচালন এ্যানিমেল প্রোডাকশান ডাঃ আব্দুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুস সালাম সোনার প্রমুখ।